Monday, January 4, 2010

বৃষ(Taurus)


এই তারকাম-লীর বিন্দুগুলোকে যোগ করলে অনেকটা ষাঁড়ের মতো দেখায়। তাই বৃষম-লীকে ষাঁড় হিসাবে ভাবা হয়। এই ষাঁড়টি আর কেউ নন, স্বয়ং দেবতাদের দেবতা জিউস। তিনি রাজকুমারী ইউরোপাকে হরণ করতে একবার একটি সাদা ষাঁড়ের রূপ ধারন করেছিলেন।
বৃষ রাশির অবস্থান কালপুরুষের উত্তর-পশ্চিমে। রাশির প্রধান তারা রোহিণী। ২০ অক্টোবর-৩০ নভেম্বর পর্যন্ত এই তারাকান্ডলী থেকে উল্কাপাত হয়।

1 comment: