Monday, January 4, 2010

মেষ(Aries)


এই তারকাম-লীকে ভেড়া হিসাবে কল্পনা করা হয়েছে। গ্রিকপুরাণ অনুসারে, রাজপুত্র ফ্রিসোস ও তার বোনকে যখন তাদের সৎমা ইনো হত্যা করার পরিকল্পনা করে তখন মেঘের দেবী নেফেলের নির্দেশে একটি সোনালী বর্ণের ভেড়া তাদের উদ্ধার করে কোলকাইস দেশে পৌছে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে রাজপুত্র ঈশ্বরকে খুশি করতে তার প্রিয় ভেড়াটিকে বলি দিয়ে তার চামরা মন্দিরে টাঙিয়ে দেয়। রাশি চক্রের প্রথম রাশি। আগে মনে করা হতো সূর্য মেষ রাশির বলয়ে থেকে বিষুববৃত্ত অতিক্রম করেছিল। কিন্তু বর্তমানে প্রমাণিত হয়েছে সূর্য মীন রাশির বলয়ে ছিল। কিন্তু এখনও মেষ রাশিকে প্রথম রাশি বলা হয়।

No comments:

Post a Comment