Monday, January 4, 2010

সিংহ(Leo)


গ্রিসের নিমিয়া নগর দখল করে রেখেছিল একটি দানব সিংহ। পুরাণশাস্ত্রে এটি নিমিয়ান সিংহ নামে পরিচিত। সিংহটি নগরে আতঙ্ক তৈরি করে রেখেছিল। বীর হারকিউলিস ভ্রমণ করতে করতে নিমিয়ায় পৌছায়। তখন তার সংঘর্ষ হয় সিংহটির সাথে। হারকিউলিস সিংহটিকে হত্যা করে। পরবর্তী সময়ে সেই দানব-সিংহটিও আকাশে স্থান পায়।
সিংহ রাশির তারকামন্ডলীর বুকে মঘা নামের একটি লালচে উজ্জ্বল তারার অবস্থান। বসন্তকালে ও গ্রীষ্মকালের প্রথম দিকে সিংহ আকাশে স্পষ্ট হয়।

No comments:

Post a Comment