Monday, January 4, 2010

মকর(Capricorn)


গ্রিকপুরাণ মকরম-লকে অনেক সময় অ্যামলথিয়া নামের ছাগল হিসাবে চি‎িহ্নত করে, যে কিনা দেবরাজ জিউসের দুধমাতা। অ্যামলথিয়া জিউসকে দুধ পান করিয়েছিলেন। দেবরাজের দুধমাতা বলেই তিনি আকাশে স্থান পান। আরেকটি গল্প হলো, ছাগল-দেব প্যানকে দানব টাইফন আক্রমণ করতে এলে প্যান নদীতে আশ্রয় নেন। তখন তার শরীরের যে অংশ পানিতে ডুবে ছিল সে অংশ মাছের আকৃতি ধারন করে। আর এই জন্যই পুরাকালে দক্ষিণ গোলার্ধের এই তারকামন্ডলীকে অর্ধেক ছাগল অর্ধেক মাছ হিসাবে কল্পনা করা হতো।

No comments:

Post a Comment