Monday, January 4, 2010

ধনু(Sagittarius)


ফিলিরা ও শনির পুত্র কাইরন। চিরনের হিংসুটে স্ত্রী রিয়া । কাইরন তার এই হিংসুটে বউয়ের কাছ থেকে নিষ্কৃতি পেতে একদিন মন্ত্রবলে এক অদ্ভূত রূপ ধারন করে। অর্ধেক অশ্ব অর্ধেক মানুষ। কমরের উপরি ভাগ হয় মানুষের মতো, তার নিচের অংশ ঘোড়ার মতো। কাইরনের ঘোরার মতো চার পা আছে, হাতে আছে তীর-ধুনক। ধনু রাশির তারকাম-লীকে দেখে এই গাল-গপ্পই বানিয়ে ছিল পুরাকালের গ্রিকরা।
বৃশ্চিক রাশির পূর্ব দিকে এর অবস্থান। ধনুম-লীতে আমাদের পৃথিবীর ছায়াপথের গুরুত্বপূর্ণ অংশ অবস্থিত।

No comments:

Post a Comment