Monday, January 4, 2010

মিথুন(Gemini)


মিথুন অর্থ যমক। জিউসের দুই যমজ ছেলে, ক্যাস্টোর ও পোলাক্স। গ্রিকপুরাণ বলে, এই দুই ভাই গৃহস্থের পশু চুরি করতে পারদর্শী। আরেক পুরাণকথার সাথে এই কথার মিল আছে। সেখানে বলা হয়েছে, ছায়াপথ হলো দুগ্ধ গরুরপাল। জ্যোতির্মন্ডলের দিকে তাকালে অনেক সময় দেখা যায় মিথুন রাশির তারকাম-লীর এক অংশ ছায়াপথের মধ্যে আর বাকি অংশ ছায়াপথের বাইরে অবস্থান করছে। এ থেকে গল্প হলো, এক ভাই গরু চুরি করছে, আরেক জন পাহারা দিচ্ছে।
শীতকালীন এই নক্ষত্রপুঞ্জে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মাত্রার বেশ কিছু তারা আছে। সূর্য চলার পথে এক সময় এই রাশিচক্রে অবস্থান নেয়।

No comments:

Post a Comment