Sunday, November 28, 2010

শুভ সংখ্যা

ভাগ্যচক্র বা রাশিচক্রের অন্যতম একটি দিক হলো শুভ সংখ্যা/শুভ ভাগ্য সংখ্যা। যাকে ইংরেজিতে বলে Lucï Number। যারা রাশিফলে বিশ্বাস করেন তাদের কাছে এ সংখ্যাটির মূল্য অনেক। যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুতি থাকেন। অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে অবগত নন। তাই Lucï Number কিভাবে বের করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। শুভ সংখ্যা দু'ভাবে বের করা যায়-

১) নিজের জন্মদিন বা Date of Birth দিয়ে। ২) নিজের নামসংখ্যা বা Name Nubmber দিয়ে।

ধরুন, অনেকেই আছেন যাদের জন্মদিন মনে নেই বা সঠিক জানা নেই, তাদের ক্ষেত্রে Lucï Number বের করতে গেলে তাদের নামসংখ্যা বা Name Number ব্যবহার করতে হবে।

- নিজের জন্মদিন বা Date of Birth দিয়ে Lucï Number বের করার নিয়ম_

ধ) যারা যে কোনো বছরের যে কোনো মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে জন্মেছেন তাদের ক্ষেত্রে Lucï Number হচ্ছে ১, ২, ৪ এবং ৭.

ন) যারা যে কোনা বছরের যে কোনো মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে Lucï Number হলো ২, ১, ৪ বা ৭.

প) যারা যে কোনা বছরের যে কেনো মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হলো ৩, ৬ বা ৯।

ফ) যারা যে কোনা বছরের যে কোনো মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে Lucï Number হলো ৪, ১, ২ এবং ৭.

ব) যারা যে কোনা বছরের যে কোনো মাসের ৫, ১৪ বা ২৩ তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে Lucï Numberহল ৫.

ভ) যারা যে কোনা বছরের, যে কোনো মাসের ৬, ১৫ বা ২৪ তারিখে জন্মেছেন তাদের ক্ষেত্রে Lucï Number হলো ৬, ৩ বা ৯

ম) যারা যে কোনা বছরের যে কোনো মাসের ৭, ১৬ বা ২৫ তারিখ জন্মেছেন, তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হলো ৭, ১, ২ বা ৪

য) যারা যে কোনা বছরের যে কোনো মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হলো ১, ২, ৪ এবং ৭ (ব্যতিক্রম হিসেবে অনেক সময় ৪)।

র) যারা যে কোনা বছরের, যে কোনো তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে Lucï Number হলো ৯, ৬ বা ৩.

- যাদের জন্ম তারিখ মনে নেই বা সঠিক জানা নেই, তাদের শুভসংখ্যা ( Lucï Number) বের করার নিয়ম_

এ পদ্ধতিতে সঠিক জন্মতারিখ জানা না থাকলেও, আমরা নিম্নলিখিত ছক মনে রেখে, নামের মাধ্যমে শুভসংখ্যা বের করতে পারি_ অ-১, ই-২, ঈ-৩, উ-৪, ঊ-৫, ট-৬, ঙ-৭, ও-১, ক-২, -ে৩, গ-৪, ঐ-৫, ঠ-৬, ত-৭, ঔ-১, জ-২, খ-৩, ঞ-৪, ঘ-৫, ড-৬, ছ-১, ঝ-৩, ঢ-৩, ণ-১.

ধরুন কারো নাম RASHIDA SHARMIN.

তাহলে RASHIDA = ২+১+৩+৫+১+৪+১+ = ১৭.

SHARMIN = ৩+৫+১+২+৪+১+৫ = ২১

অর্থাৎ-নাম সংখ্যা ( ঘধসব ঘড়)-

১৭+২১ = ৩৮ = ৩+৮ = ১১ এবার এই সংখ্যাকে যদি জন্ম তারিখ ধরি তাহলে শুভ সংখ্যা হবে ২, ১, ৪ বা ৭.

এভাবে যাদের জন্মতারিখ মনে নেই, তারা নিজেদের শুভ সংখ্যা এভাবে বের করতে পারেন। আর যাদের জন্ম তারিখ জানা আছে, তারা জন্ম তারিখ অনুসারে শুভ সংখ্যা বাছাই করবেন। তবে অনেক ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কারো কারো শুভ সংখ্যা ব্যতিক্রম হতে পারে।

শামছুল হক রাসেল